উত্তর : হ্যাঁ, উমার রাযিয়াল্লাহু আনহু-এর ইলমের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু -এর একটি মন্তব্য পাওয়া যায়। এমর্মে তিনি বলেছেন, ‘যদি উমার রাযিয়াল্লাহু আনহু-এর ইলমকে এক পাল্লায় ও পৃথিবীবাসীর ইলমকে অপর পাল্লায় রাখা হয়, তাহলে ওমর রাযিয়াল্লাহু আনহু-এর ইলম তাদের উপরে অগ্রাধিকার লাভ করবে (মিনহাজুস সুন্নাহ আন-নাবাবিয়্যাহ, ৬/৩১; মাজমাঊয যাওয়ায়েদ তাহক্বীক্বকৃত, ৮/৩৭১)।
সিরাজুল হক্ব
শিবগঞ্জ, বগুড়া।