কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : কয়েক বৎসর পর বিবাহ সম্পন্ন হবে মর্মে পাত্র-পাত্রীর উভয়ের পরিবার সম্মত হয়েছেন। এমতাবস্থায় পাত্র-পাত্রী টেলিফোনে একে অপরের সাথে কথা বলতে পারবে কি?

উত্তর : না, বিবাহ সম্পন্ন হওয়ার পূর্বে পাত্র-পাত্রী কুশলাদীও জিজ্ঞাসা করতে পারবে না, ফোনালাপও করতে পারবে না। কেননা এগুলো পাপ সংঘটিত হওয়ার ও অশ্লীল কর্মকাণ্ড ছড়ানোর অন্যতম মাধ্যম। তাছাড়া এখনো তাদের মাঝে বিবাহ সম্পন্ন হয়নি। বরং তারা আজনাবী বা অপরিচিতই রয়ে গেছে। যাদের মাঝে শয়তান কুমন্ত্রণা দেয়। উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো পুরুষ অপর (মাহরাম নয় তথা বিবাহ বৈধ এমন) নারীর সাথে নিঃসঙ্গে থাকলেই শয়তান সেখানে তৃতীয়জন হিসেবে উপস্থিত হয়’ (তিরমিযী, হা/১১৭১; মিশকাত, হা/৩১১৮)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম সন্তানের জন্য তার ব্যভিচারের অংশ লিখে রেখেছেন, সে তা নিশ্চয়ই করবে। চোখের ব্যভিচার হলো দেখা, জিহ্বার ব্যভিচার কথা বলা (যৌন উদ্দীপ্ত কথা বলা)। আর মন চায় ও আকাঙ্ক্ষা করে এবং গুপ্তাঙ্গ তাকে সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে (ছহীহ বুখারী, হা/৬২৪৩; ছহীহ মুসলিম, হা/২৬৫৭; মিশকাত, হা/৮৬)। 

-আহমাদ বিন আক্কাস

গোলাপগঞ্জ, সিলেট।

Magazine