কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): কুরআন মুখস্থ করার পর ভুলে গেলে পাপ হবে কি?

উত্তর: নিঃসন্দেহে কুরআন অধ্যয়ন করা, তেলাওয়াত করা ও মুখস্থ করা নেকীর কাজ। কুরআন বেশি বেশি পাঠের মাধ্যমে স্মরণে রাখতে হবে। আবূ মূসা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কুরআনের প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহর কসম! যাঁর হাতে আমার জীবন! কুরআন বাঁধন ছাড়া উটের চেয়েও দ্রুত গতিতে দৌড়ে যায়’ (ছহীহ বুখারী, হা/৫০৩৩)। অলসতাবশত কুরআন থেকে বিমুখ হয়ে কুরআন ভুলে গেলে পাপী হবে। কেননা আল্লাহ বলেন, ‘যে আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবন-যাপন হবে সঙ্কুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উঠাব অন্ধ অবস্থায়’ (ত্ব-হা, ২০/১২৪)। আবূ আলিয়া বলেন, আমরা বড় পাপ মনে করতাম যে কোনো ব্যক্তি কুরআন শিখে তারপর (না পড়ে) ঘুমায় এমনকি সে তা ভুলে যায় (ফাতহুল বারী, ৯/৮৬)। তবে চেষ্টা সত্ত্বেও যদি ভুলে যায়, তবে সে গুনাহগার হবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুরআন তিলাওয়াতকারীকে রাতে মসজিদে কুরআন পড়তে শুনলেন। এরপর তিনি বলেন, আল্লাহ তার প্রতি করুণা করুন। সে আমাকে অমুক অমুক আয়াত মনে করিয়ে দিয়েছে, যা অমুক অমুক সূরা থেকে ভুলতে বসেছিলাম’ (ছহীহ বুখারী, হা/৫০৪২)।

প্রশ্নকারী : মাহফুজ বিন জহুরুল ইসলাম

সাঘাটা, গাইবান্ধা।


Magazine