উত্তর: এমতাবস্থায় মালিক খুঁজে বের করার চেষ্টা করবে। খুঁজে পাওয়া না গেলে নিজে ব্যবহার করবে অথবা দান করে দিবে। (আশ-শারহুল মুমতে‘ ‘উছায়মীন’, ১০/৩৮৮; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ, ১১/২২৬; ইবনু তাইমিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৯/৩২১)। তবে, পরবর্তীতে যদি কখনো সে ব্যক্তি ফিরে আসে এবং তার পাওনা দাবী করে তাহলে, তাকে তা ফিরিয়ে দিতে হবে (লাজনা দায়েমা, ১৪/৪১)।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।