কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): আমাদের সমাজে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে তিন দিন পর্যন্ত বিলম্ব করে দাফন করা যায়। এ বক্তব্য কি সঠিক?

উত্তর: কোনো জরুরী দুর্ঘটনা ব্যতীত মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "أَسْرِعُوا بِالْجنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ ". ‘তোমরা জানাযার যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করো। কারণ মৃত ব্যক্তি যদি নেককার হয়, তাহলে তোমরা তাকে কল্যাণের দিকে এগিয়ে দিবে। আর যদি সে এমন না হয়, তাহলে তোমরা মন্দ বস্তুকে নিজেদের কাঁধ থেকে নামিয়ে দিবে’ (ছহীহ বুখারী, হা/১৩১৫)।

প্রশ্নকারী : হানিফ বিন রমিজ উদ্দীন

চট্টগ্রাম।


Magazine