কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): ছোট শিশু মারা গেলে তাদের কবরে সওয়াল-জওয়াব হয় কি?

উত্তর : না, শিশুরা মারা গেলে তাদের কবরে সওয়াল জওয়াব হবে না। কেননা তারা শরীআতের দায়িত্বপ্রাপ্ত নয়। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন শ্রেণির ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে। তারা হলো- ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ যতক্ষণ না সে সাবালক হয় এবং পাগল যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়’ (আবূ দাঊদ, হা/৪৩৯৮; ইবনু মাজাহ, হা/২০৪১)। কেননা শুধু তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হবে, যাদেরকে বিবেক দেওয়া হয়েছে ও যাদের কাছে রাসূল পাঠানো হয়েছে। কেননা এই ব্যক্তি কে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল- এই প্রশ্ন যদি শিশুদেরকেও করা হয়, যাদের ভালো-মন্দ পার্থক্য করার কোনো ক্ষমতা নেই, তাহলে তো এমন প্রশ্ন অর্থহীন (কিতাবুর রূহ, ইবনুল কায়্যিম, ৮৭-৮৮)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

রহনপুর, দিনাজপুর।


Magazine