কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২):নারীরা কি বিয়ের প্রস্তাব দিতে পারবে?

উত্তর: দ্বীনদার ও সৎচরিত্রবান কাউকে পেলে উত্তম হলো, অলীর মাধ্যমে বিবাহের প্রস্তাব দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করবে’ (আন-নিসা, ৪/২৫)। তবে ফেতনামুক্ত পরিস্থিতি হলে কোনো মহিলা সৎ কোনো পুরুষকে বিবাহের প্রস্তাব দিতে পারে। তবে বিবাহ অলীর মাধ্যমেই হতে হবে। আনাস রাযিয়াল্লাহু আনহু বললেন, একজন মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিজেকে সমর্পণ করতে এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার কি আমার প্রয়োজন আছে? এ কথা শুনে আনাস রাযিয়াল্লাহু আনহু-এর কন্যা বললেন, সেই মহিলা কতই না নির্লজ্জ! ছি লজ্জার কথা! আনাস রাযিয়াল্লাহু আনহু বললেন, সে মহিলা তোমার চেয়ে উত্তম, সে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহচর্য পেতে অনুরাগী হয়েছিল। এ কারণেই সে নিজেকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পেশ করেছে (ছহীহ ‍বুখারী, হা/৫১২০)।

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine