কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : তাহাজ্জুদ বা যে কোনো নফল ছালাতে কুরআন দেখে দেখে পড়া যাবে কি?

প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাহ

দক্ষিণ মৈশুন্ডী, ওয়ারী, ঢাকা।

উত্তরনফল ছালাতে ‍কুরআন দেখে পড়ার ব্যাপারে একজন ছাহাবীর আমল পাওয়া যায়। আবূ বকর ইবনু মুলায়কা থেকে বর্ণিত, আয়েশা রযিয়াল্লাহু আনহা তার এক গোলামকে মুদাব্বার (মালিকের মৃত্যুর পর আযাদ হয়ে যাবে এমন দাস) বানাল। সে রামাযান মাসে ‍কুরআন দেখে দেখে পড়ে ইমামতি করতো (মুছান্নাফ ইবনু আবি শায়বা, হা/৭২৯৪)। তবে এটা শুধু ইমামের জন্য, মুক্তাদীর জন্য নয়। মুক্তাদী শুধু ক্বিরাআত শ্রবণ করবে। আর সুন্নাহ হলো মুখস্থ ক্বিরাআত পড়া।


Magazine