কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : আমাদের সমাজে অনেকেই রাশিচক্রের প্রভাব নিয়ে কথা বলে। তারা দাবী করে যে, এই রাশিচক্রের মাধ্যমে ভবিষ্যৎ জানা যায়। এই রাশিচক্রের কোনো প্রভাব আছে কি-না তা জানিয়ে বাধিত করবেন।

উত্তর: না, রাশিচক্রের কোনো প্রভাব নেই। বরং অদৃশ্যের বিষয়গুলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আল্লাহ ব্যতীত আসমানসমূহ ও যমীনে কেউ গায়েবের খবর জানে না’ (আন-নামল, ২৭/৬৫)। আল্লাহ আরো বলেন, নিশ্চয় আল্লাহ, তাঁর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে। আর কেউ জানে না। আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত’ (লুকমান, ৩১/৩৪)। তাছাড়া কল্যাণকারী এবং অকল্যাণ প্রতিহতকারী একমাত্র আল্লাহই। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করবে যে, রাশিচক্রের কোনো প্রভাব আছে, সে কুফরী করবে।

 প্রশ্নকারী : মেহেদী হাসান

রাজশাহী।

Magazine