উত্তর: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে টাকার নোটে শিরকী উপাসনালয়ের ছবি স্থান পাওয়া খুবই উদ্বেগজনক বিষয়। তবে এমন নোট দ্বারা লেনদেন করা বা এটা পকেটে রাখা প্রয়োজন পূরণের উদ্দেশ্যে হয়ে থাকে; এর প্রতি সম্মান বা ভক্তি প্রদর্শনের উদ্দেশ্য থাকে না। সুতরাং এমন নোট পকেটে রেখে ছালাত আদায় করা বা মসজিদে প্রবেশ করা যায় (আল-হাজ্জ, ২২/৭৮; ছহীহ বুখারী, হা/১)।
প্রশ্নকারী : মো. রুহুল আমীন
শাহজাহানপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।