কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : ইসলামের দুশমন আবূ লাহাবের মৃত্যু এবং কাফন-দাফন কিভাবে হয়ে ছিল?

উত্তর : তার কাফন-দাফন কিভাবে হয়েছিল তা প্রমাণিত সূত্রে জানা যায় না। তবে ঐতিহাসিকগণ এইভাবে লিখেছেন: ইসলামের দুশমন আবূ লাহাব বদর যুদ্ধের প্রায় সাত দিন পরে ‘আদাসা’ নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে (তারীখুল উমাম ওয়াল মুলুক)। এরপর তাকে দুই বা তিন ‍দিন পর্যন্ত কাফন-দাফন না করা হলে দুর্গন্ধ হয়ে যায়। এরপর তার প্রতি অসম্মানের দিকে লক্ষ্য করে একটি গর্ত খনন করে তাকে কাঠির সহযোগিতায় সেখানে ফেলে দেওয়া হয় এবং দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়। এভাবেই তার কাফন-দাফন সমাপ্ত হয় (মাজমাউয-যাওয়ায়েদ, হা/১০০১৪; ত্ববারানী, ১/৩০৮ পৃ.)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine