উত্তর : ঝাড়ফুঁকের বৈধতার মূলনীতি হলো কুরআন-সুন্নাহতে বর্ণিত সূরা-দু‘আর মাধ্যমে ঝাড়ফুঁক করতে হবে এবং শিরকী ও কুফরী কালাম থেকে মুক্ত হতে হবে। হাফেয ইবনু হাজার আসক্বালানী রাহিমাহুল্লাহ শারঈ ঝাড়ফুঁকের তিনটি শর্তের কথা উল্লেখ করেছেন। ১. আল্লাহর নাম ও গুণাবলির মাধ্যমে হতে হবে। ২. আরবী কিংবা যেকোনো বোধগম্য ভাষায় হতে হবে, যার অর্থ সুস্পষ্ট বুঝা যায়। ৩. এই বিশ্বাস রাখতে হবে যে, ঝাড়ফুঁকের কোনো ক্ষমতা নেই। আল্লাহ চাইলে সুস্থ হবে, অন্যথা নয় (ফাতহুল বারী, ১০/১৯৫)। তাই রুকইয়া সেন্টারগুলো যদি উক্ত মূলনীতি ও শর্তসমূহ মেনে ঝাড়ফুঁক করে তাহলে সেখানে যেতে কোনো সমস্যা নেই।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
রাজশাহী।