উত্তর : যাদু, কুফুরী কালাম বা জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির শারয়ী চিকিৎসা পদ্ধতি নিম্নোরূপ: ১. কোন জিনিস দ্বারা যাদু করা হয়েছে এবং তা কোথায় রাখা আছে? তা যদি অবগত হওয়া যায়, তাহলে সর্বপ্রথম তা তুলে নষ্ট করে ফেলতে হবে। এতে যাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে (ছহীহ বুখারী, হা/৩২৬৮)। ২. কী দ্বারা যাদু করেছে তা যদি জানা না যায় কিন্তু যাদুকরকে চেনা যায়, তাহলে তাকে যাদু নষ্টের জন্য চাপ প্রয়োগ করতে হবে। সে যাদু নষ্ট করে দিলে আরোগ্য লাভ করা যাবে ইনশা-আল্লাহ (প্রাগুক্ত)। ৩. কুরআন ও সুন্নাহ’তে বর্ণিত আয়াত ও দু‘আগুলো পাঠ করা ও সেগুলো পাঠ করে ঝাড়-ফুঁর মাধ্যমে আরগ্য লাভ করা যায়। এক্ষেত্রে যেকোনো শিরক মুক্ত দু‘আ পাঠ করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,‘ মন্ত্রের মধ্যে যখন শিরকের কিছু থাকবে না, তখন তা করাতে কোন ক্ষতি নেই (ছহীহ মুসলিম, হা/২২০০; মিশকাত, হা/৪৫৩০)।
প্রশ্নকারী : গোলাম নূর
খুলনা।