কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): মেয়েদের কোন নামগুলো আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? মেয়েদের নাম রাখার ক্ষেত্রে কোন নামগুলো রাখা উচিত?

উত্তর: মেয়েদের সর্বোত্তম নামের ব্যাপারে কোনো হাদীছ পাওয়া যায় না। মেয়েদের নাম রাখার ক্ষেত্রে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী, কন্যাগণ ও অন্যান্য মহিলা ছাহাবীদের নামে নাম রাখা ‍উত্তম। যেমন- আয়েশা, খাদীজা, মারিয়াম, যায়নাব, ফাতেমা, হালিমা, আমেনা, মায়মূনা, ছাফিয়্যাহ, হাফছা, হাবীবা ইত্যাদি।

প্রশ্নকারী : মেহেদী হাছান

নীলক্ষেত, ঢাকা।

Magazine