উত্তর: হ্যাঁ, বিতর ছালাতে দুআ কুনুতর পরে অন্যান্য দুআ পড়াতে কোন সমস্যা নেই। কেননা এটি হলো দুআর স্থান, যাতে প্রশস্ততা রয়েছে। উমার রযিয়াল্লাহু আনহু-এর যুগে বিতর ছালাতে মুসলিমদের কল্যাণের জন্য দুআ করা হতো এবং মুমিনদের জন্য ইস্তেগফার করা হতো (ইবনু খুযাইমাহ, হা/১১০০)। সুতরাং বিতরের পরে অন্যান্য দুআ করাও শরীআতসম্মত (আল মাজমূ, ৩/৪৭৭-৪৭৮, শারহুল মুমতে, ৪/৫২)।
প্রশ্নকারী : মোঃ আব্দুস সামাদ
দিনাজপুর।