কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): যে মহিলারা জুমআর ছালাতে অংশগ্রহণ করে না তারা কি বাসায় থেকে জুমআর দিন দু‘আ করতে পারে?

উত্তর: জুমআর দিনে দু‘আ কুবল হওয়ার বিষয়টি ছালাতে অংশগ্রহণ করার সাথে সম্পৃক্ত নয়। সুতরাং পুরুষ-নারী যে কেউ এ দু‘আ করতে পারে। এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমআর দিনের বার ঘণ্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোনো মুসলিম আল্লাহর নিকট যেই দু‘আ করে আল্লাহ তাই কবুল করেন। তোমরা এই সময়টিকে আছরের পরে শেষের ঘণ্টায় অনুসন্ধান করো’ (আবূ দাঊদ, হা/১০৪৮)। আরেক বর্ণনায় এসেছে, ‘এই বিশেষ মুহূর্তটি হলো, ইমামের খুৎবার জন্য মিম্বরের উপর বসার সময় হতে ছালাত শেষ হওয়া পর্যন্ত’ (মুসলিম, হা/৮৫৩)।

প্রশ্নকারী : আবূল কালাম আজাদ।



Magazine