কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : সমিতিতে জমাকৃত টাকায় প্রাপ্ত সূদের অংশ না নিয়ে মূল টাকা দিয়ে উক্ত সমিতির সদস্যদের সাথে ভ্রমণে যাওয়া যাবে কি?

উত্তর : প্রশ্নোল্লেখিত বিবরণে বুঝা যায়, সমিতিটি সূদের সাথে সম্পৃক্ত। আর সমিতি সূদের সাথে সম্পৃক্ত হলে তার সদস্য হওয়া যাবে না। কেননা সূদ হারাম। ইরশাদ হয়েছে, اَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ‘আল্লাহ তা‘আলা ব্যবসাকে হালাল এবং সূদকে হারাম করেছেন’ (বাক্বারাহ, ২৭৫)। তবে সমিতি যদি সূদমুক্ত হয় এবং সমিতির টাকা সদস্যরাই খরচ করবে মর্মে সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সমিতির টাকা দিয়ে ভ্রমণে যেতে পারে। কিন্তু সমিতি যদি জনকল্যাণমূলক হয়ে থাকে তাহলে সদস্যরা তা দিয়ে ভ্রমণে যেতে পারবে না।

-রাহিমা

নাটোর সদর, নাটোর।


Magazine