কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : মানুষ মারা গেলে তার কবরের উপর চার পাঁচ দিন রাতে পানি ঢালে। আর তারা বলে যে, এটা ভালো কাজ। এখন প্রশ্ন হলো, এমন কাজ করা কি শরী‘আতসম্মত?

উত্তরনা, এমন কাজ করা শরীআতসম্মত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম এবং সালাফদের যুগে এমন কাজের ছহীহ কোনো প্রমাণ পাওয়া যায় না। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন কোনো আমল করে যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটি বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। ‍সুতরাং এমন কাজ শরীআতের মধ্যে স্পষ্ট বিদআত।

তবে মাটি দেওয়া হয়ে গেলে কবরের উপর পানি ছিটিয়ে দেয়া সুন্নাত। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইবরাহীমের কবরের উপর পানি ছিটিয়ে দিয়েছিলেন (বায়হাক্বী, হা/৬৯৮; সিলসিলা ছহীহা, হা/৩০৪৫)। আবার নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরের উপরে পানি ছিটানো হয়েছিল (ইরওয়া, ৩/২০৬)।

প্রশ্নকারী : মকবুল শেখ

পশ্চিম বঙ্গ।


Magazine