কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : অনেক সময় ফরয গোসল করার সময় পা ধোয়ার পূর্বেই শরীরে পানি দিয়ে তা মুছে ফেলি। পরে স্মরণ হলে পা ধুয়ে ফেলি। এভাবে কি গোসল পূর্ণ হবে? না পুনরায় গোসল করতে হবে?

উত্তর : এক্ষেত্রে পুনরায় গোসল করতে হবে না। কারণ গোসলের ফরযিয়্যাত আদায় হয়ে গেছে। তবে গোসলের পূর্বে করা ওযূতে ছালাত আদায় করা যাবে না। কারণ তখন ওযূ পূর্ণ হয়নি। তাই ছালাত আদায় করতে চাইলে নতুনভাবে ওযূ করতে হবে। কারণ ওযূর নিয়ম হলো এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গ ধৌত করা (শায়খ উছায়মীন, ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃঃ ২১৯; ফাতাওয়া শায়খ বিন বায, ১০/১০২-১০৩; ফিক্বহুস সুন্নাহ, ১/৩৮-৩৯ পৃঃ)।

প্রশ্নকারী : শু‘আইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine