কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): মারফূ বা মাওকূফ হাদীছের উপর আমল করা যাবে কি?

উত্তর: মারফূ হাদীছ বলা হয়, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সম্পৃক্ত কথা, কর্ম অথবা সমর্থন; তার সনদ বিচ্ছিন্ন হোক বা সংযুক্ত হোক (আল-খুলাছা ফী মা‘রিফাতিল হাদীছ, পৃ. ৫০)। যদি মারফূ হাদীছের মাঝে ছহীহ হাদীছের সব শর্তগুলো পাওয়া যায়, তাহলে তা গ্রহণ করা ওয়াজিব। আর মাওকূফ হাদীছ হলো ছাহাবীর সাথে সম্পৃক্ত কথা, কর্ম অথবা সমর্থন (তাহরীরু উলূমিল হাদীছ, ১/৩৯)। মাওকূফকে আছারও বলা হয়। মাওকূফের ক্ষেত্রে মূলনীতি হলো যদি তা ছহীহ প্রমাণিত হয় এবং তা মারফূ হাদীছের বিপরীত না হয়, তাহলে তার প্রতি আমল করা যাবে।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine