উত্তর: মদের বোতল ব্যবহার করতে হবে না। কেননা এতে মদের বোতলের মূল্যায়ন করা হয় এবং বদনাম করার পথ খুলে যায়। তবে যদি ব্যবহার করতেই হয়, তাহলে তা এমনভাবে ধৌত করে ব্যবহার করতে হবে যাতে মদের কোনো চিহ্ন বা প্রতিক্রিয়া না থাকে। আবূ ছা‘লাবা আল-খুশানী রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন, আমরা আহলে কিতাবের এলাকায় যাতায়াত করি। তারা তাদের হাঁড়িতে শূকরের মাংস রান্না করে এবং তাদের পানপাত্রে মদ পান করে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি তোমরা তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তবে তাতে পানাহার করো আর যদি তাদেরগুলো ছাড়া অন্য কোনো পাত্র না পাও তবে তাদেরগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তাতে পানাহার করো’ (আবূ দাউদ, হা/৩৮৩৯)।
প্রশ্নকারী : মো. ফেরদৌস হোসেন
শান্তিনগর, কালাই, জয়পুরহাট।