কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): আমি জন্ডিসে আক্রান্ত হয়েছি। আমার বাসার মানুষ আমাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চাচ্ছে। কবিরাজ চুন দিয়ে জন্ডিস ঝেড়ে দিবে এবং তিনটি ডাব পড়ে দিবে। এটা কতটুকু শরীআত সম্মত?

উত্তর: জন্ডিস আসলে কোনো রোগ নয়। বরং এটি রোগের লক্ষণমাত্র। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। ফলে ত্বক, চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ। তাই জন্ডিস হলে উচিত হবে, ডাক্তারি চিকিৎসা গ্রহণ করা এবং এধরনের কবিরাজী চিকিৎসা থেকে দূরে থাকা। কেননা এধরনের কবিরাজী চিকিৎসা অনেক ক্ষেত্রেই বিজ্ঞানসম্মত হয় না এবং সেগুলোতে শিরকী কার্যকলাপ থাকে। তবে যদি কোনো ব্যক্তি কুরআন ও সুন্নাহতে বর্ণিত দুআ দিয়ে ঝাড়ফুঁক করে, তাহলে এমন ঝাড়ফুঁক নেওয়াতে শরীআতে কোনো বাধা নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থকে ঝাড়ফুঁক দিয়েছেন, তিনি নিজেও ঝাড়ফুঁক করেছেন (ছহীহ বুখারী, হা/৫৭৪৩; ছহীহ মুসলিম, হা/২১৯১)।

প্রশ্নকারী : মো. মনিরুল ইসলাম শাওন

যশোর।

Magazine