কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : আমি একটি শোরুমে চাকরি করি। আমাদের শোরুম খোলার অফিসিয়ালি সময় সকাল ১০.৩০ টায়। কিন্তু শোরুমের ম্যানেজার দেরিতে খোলে। যার ফলে আমিও তার সাথে দেরিতে শোরুমে যাই। এক্ষেত্রে আমার বেতন কি হালাল হবে?

উত্তর : না, এটা হালাল হবে না। কেননা, এটা আমানতের পরিপন্থী কাজ। নির্দিষ্ট সময়েই শোরুমে উপস্থিত হতে হবে। নচেৎ জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কেননা দুনিয়ার প্রতিটি সেক্টরে যে মানুষ যে কাজের দায়িত্বশীল সে সে কাজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জেনে রেখো! তোমরা সকলেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে’ (মুসনাদে আহমাদ, হা/৪৪৯৫; মিশকাত, হা/৩৬৮৫)। ফাঁকি দেয়া উম্মতে মুহাম্মাদীর কাজ নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, ১/৯৮; ইবনু মাজাহ, হা/২২২৫)।

প্রশ্নকারী : রায়হান

টঙ্গি, গাজীপুর


Magazine