উত্তর: আলোকসজ্জা করা বারামিকা সম্প্রদায়ের কাজ। যা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭)। পটকা ফুটানো ও আতশবাজি করা মুসলিমদের কষ্ট দেয়ার নামান্তর এবং এগুলো অপচয়ের শামিল। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় তিনি অপচয়কারীদের ভালোবাসেন না’ (আ‘রাফ, ৭/৩১)। হালুয়া-রুটি খাওয়ার যে দলিল পেশ করা হয় তা ভিত্তিহীন।
প্রশ্নকারী : দিনাজপুর
শরি‘য়তপুর।
