উত্তর: রমল হলো ধীরপদে বীরবেশে দ্রুত চলা। রমল শুধু তাওয়াফে কুদূমে ও প্রথম তিন চক্করেই করতে হবে। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কায় উপনীত হয়ে তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদ স্পর্শ করতে এবং সাত চক্করের মধ্যে প্রথম তিন চক্করে রমল করতে দেখেছি (ছহীহ বুখারী, হা/১৬০৩; ছহীহ মুসলিম, হা/১২৬১)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবীগণকে নিয়ে মক্কা আগমন করলে মুশরিকরা মন্তব্য করল, এমন একদল লোক আসছে যাদেরকে ইয়াছরিবের (মদীনার) জ্বর দুর্বল করে দিয়েছে। (এ কথা শুনে) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবীগণকে তাওয়াফের প্রথম তিন চক্করে ‘রমল’ করতে এবং উভয় রুকনের মধ্যবর্তী স্থানটুকু স্বাভাবিক গতিতে চলতে নির্দেশ দিলেন, ছাহাবীদের প্রতি দয়াবশত সবগুলো চক্করে রমল করতে আদেশ করেননি (ছহীহ বুখারী, হা/১৬০২)।
প্রশ্নকারী : ইকবাল হোসেন
রাজশাহী।