কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : অফিস থেকে ঋণ নিয়ে কিছু টাকা নগদ প্রদান করে ফ্ল‍্যাট ক্রয় করেছি এখন আরো ১০ লক্ষ টাকাপাবে। এই টাকা পরিশোধ করার জন্য আমি আমার নামে ব‍্যাংকে একটি ডিপিএস খুলেছি এবং মাসিক ১১হাজার টাকা করে একাউন্টে জমা করছি। আগামী বছর ডিপিএসের মেয়াদশেষ হবে তখন ফ্ল‍্যাট মালিককে টাকা দিব। এই অবস্থায় ডিপিএসের টাকার উপরযাকাত দিতে হবে কি?

উত্তর : প্রথমত ডিপিএস একাউন্ট খোলাই জায়েয নয়। কেননা তা সুষ্পষ্ট সূদের সাথে সম্পৃক্ত। আর সূদী কারবার সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ তা’আলা বলেন, أَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সূদকে করেছেন হারাম’ (আল-বাক্বারা, ২/২৭৫)। দ্বিতীয়ত যদি ডিপিএস এ জমাকৃত টাকা নেসাব পরিমাণ হয় এবং উক্ত নেসাবের উপর পূর্ণ এক বছর অতিক্রম হয়ে যায় তাহলে, বছরান্তে উক্ত টাকার মূলধনের উপর ২.৫% যাকাত প্রদান করতে হবে। আর যদি বছর পূর্ণ হওয়ার পূর্বে ঋণ পরিশোধ করে দেয় তাহলে যাকাত প্রদান করতে হবে না। সুতরাং ঋনগ্রস্ত ব্যক্তিদের উচিত হবে বছর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত আদায় করে দেওয়া। সায়েব ইবনু ইয়াযিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, উছমান ইবনু আফফান রাযিয়াল্লাহু আনহু বলতেন, এই মাস (মাহে রমযান) যাকাত আদায়ের মাস। ঋণগ্রস্তদের উচিত তাদের ঋণ শোধ করে দেওয়া, যাতে অবশিষ্ট সম্পদের যাকাত আদায় করে নেওয়া যায় (মুয়াত্ত্বা মালেক, হা/৮৭৩)। উক্ত হাদীছ প্রমাণ করে যে, ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং বছর পূর্ণ হওয়ার পূর্বেই ঋণ পরিশোধ না করে দেয়, তাহলে বছরান্তে যাকাত আদায় করতে হবে।

-খন্দকার মামুন আফসার

ভাষানটেক, ঢাকা।


Magazine