উত্তর: নিলামের মাধ্যমে কোনো কিছু বিক্রি করা ইসলামী শরীআতে বৈধ। আতা রাহিমাহুল্লাহ বলেন, আমি লোকেদের (ছাহাবায়ে কেরামকে) দেখেছি যে, তারা গনীমতের মাল অধিক মূল্য দানকারীর কাছে বিক্রি করাতে দোষ মনে করতেন না (ছহীহ বুখারী, হা/২১৪১)। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি তার মৃত্যুর পরে তার গোলাম আযাদ হবে বলে ঘোষণা দিল। তারপর সে অভাবগ্রস্ত হয়ে পড়ল। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, ‘একে কে আমার নিকট হতে ক্রয় করবে?’ নুআঈম ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু তাঁর কাছ হতে সেটি এত এত মূল্যে ক্রয় করলেন এবং তিনি গোলামটিকে তার নিকটে হস্তান্তর করে দিলেন(ছহীহ বুখারী, হা/২১৪১)। উক্ত নিলামে যদি ধোঁকা, প্রতারণা বা অস্পষ্টতা না থাকে এবং উক্ত হাটে বিক্রিত পণ্য যদি হারাম না হয়, তাহলে তা নিলামে ক্রয় করাতে কোনো বাধা নেই।
প্রশ্নকারী : রওশন
ঘোড়াহাট।