উত্তর : শায়খ আলবানী রহিমাহুল্লাহ তিনটি শর্তে যঈফ হাদীছের উপর আমল করা বৈধ বলেছেন (তামামুল মিন্নাহ, ৩৬ পৃ.)। ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ ফাযায়েলে আমলের ক্ষেত্রে যঈফ হাদীছ মানার বিষয়ে চারটি শর্ত আরোপ করেছেন- (১) হাদীছটি ফাযায়েলে আমল সম্পর্কিত হতে হবে (২) হাদীছটি মারাত্মক পর্যায়ের দুর্বল হওয়া যাবে না (৩) আমলটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত মূলনীতির অন্তর্ভুক্ত হবে (৪) আমলের সময় দৃঢ় বিশ্বাস না রেখে সতর্কতা স্বরূপ করা হবে।
প্রশ্নকারী : আবু হুরায়রা সিফাত
মান্দা, নওগাঁ।