কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : রামাযান মাসে ছুটে যাওয়া ছিয়ামের ক্বাযা আদায় করার আগে যদি শাওয়াল মাসের ছিয়াম পালন করি, তাহলে সেটি কি সঠিক হবে?

উত্তর : হ্যাঁ; রামাযানের ক্বাযা আদায় করার আগে শাওয়ালের ছিয়াম পালন করলে তা সঠিক হবে। কেননা রামাযানের ছিয়াম হলো ফরয, যা ঋতু বা অসুস্থতার কারণে ছুটে গেলে অন্য যেকোনো সময় আদায় করে নিতে হবে। আল্লাহ বলেন, ‘তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে’ (আল-বাক্বারা, ২/১৮৫)। আয়েশা রযিয়াল্লাহু আনহা রামাযানের ছুটে যাওয়া ছিয়াম প্রায় দশ মাস পরে শা‘বান মাসে আদায় করতেন (ছহীহ বুখারী, হা/১৯৫০)। আর শাওয়ালের ছিয়াম হলো নফল, যা শাওয়াল মাসেই আদায় করতে হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ‘যে ব্যক্তি রামাযান মাসের ছিয়াম পালন করার পরে শাওয়াল মাসে ছয়দিন ছিয়াম পালন করে, সে যেন সারা বছরই ছিয়াম পালন করল’ (ছহীহ মুসলিম, হা/১১৬৪)। সুতরাং রামাযানের ক্বাযা আদায় করার আগে শাওয়ালের ছিয়াম পালন করলে তা সঠিক হবে।

প্রশ্নকারী  :  আতাউর রহমান

রাজশাহী।


Magazine