উত্তর : পাকা চুল তুলে বা উপড়ে ফেলা ঠিক নয়। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন। আমর ইবনু শু‘আইব রাহিমাহুল্লাহ তার পিতা থেকে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لَا تَنْتِفُوا الشَّيْبَ ; فَإِنَّهُ نُورُ الْمُسْلِمِ. مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً، وَكَفَّرَ عَنْهُ بِهَا خَطِيئَةً، وَرَفَعَهُ بِهَا دَرَجَةً‘তোমরা সাদা চুলগুলো উপড়িয়ে ফেলো না। কেননা এটা মুসলিমদের জন্য আলো স্বরুপ। বস্তুত ইসলামের মধ্যে থাকাবস্থায় যে ব্যক্তির একটি পশম সাদা হবে, এর বিনিময়ে আল্লাহ তা‘আলা তার জন্য একটি নেকী লিপিবদ্ধ করবেন এবং তার একটি গুনাহ মুছে ফেলবেন এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন (আবূ দাউদ, হা/৪২০২; মিশকাত, হা/৪৪৫৮)। অপর বর্ণনায় রয়েছে, كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ ‘তা তার জন্য ক্বিয়ামত দিবসে হবে আলো’ (প্রাগুক্ত)।
-নিয়ামুল হাসান
শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ।