উত্তর : একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই শরীআতের জ্ঞানার্জন করতে হবে। এই নিয়তের সাথে সাথে যদি দুনিয়াবী কোনো উপকারের নিয়ত করে, তাহলে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘(হজ্জের সময়) তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের অনুগ্রহ কামনায় (ব্যবসা-বাণিজ্য করাতে) কোনো দোষ নেই। যখন তোমরা আরাফাত হতে প্রত্যাবর্তন করবে, তখন (মুযদালিফায়) মাশআরুল হারামের নিকটে পৌঁছে আল্লাহকে স্মরণ করো এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন, ঠিক সেইভাবে তাঁকে স্মরণ করো; যদিও পূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে’ (আল-বাকারা, ২/১৯৮)। কিন্তু আল্লাহর সন্তুষ্টির নিয়ত না রেখে শুধুমাত্র দুনিয়াবী কোনো কল্যাণের জন্য শরীআতের জ্ঞানার্জন করা যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ইলমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায়, কোনো লোক যদি দুনিয়াবী স্বার্থ লাভের জন্য তা শিক্ষা করে, তবে সে ক্বিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে না’ (আবূ দাঊদ, হা/৩৬৬৪; ইবনু মাজাহ, হা/২৫২)। সুতরাং আল্লাহর সন্তুষ্টির নিয়ত রেখে দুশ্চিন্তা দূর করার জন্য শরীআতের জ্ঞানার্জনে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে, এমন সময় দুশ্চিন্তা দূর করার জন্য কুরআন ও হাদীছে বর্ণিত বিভিন্ন দু‘আ পাঠ করবে এবং আল্লাহর যিকির করবে।
প্রশ্নকারী : আব্দুল জব্বার
লালপুর, নাটোর।