কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : আমার প্রশ্ন- ধরা যাক, মায়ের সম্পত্তি ৪০ শতাংশ। স্বামী, ৩ পুত্র, ১ কন্যা ও ১ মৃত কন্যা রেখে যদি মা মারা যায় তাহলে ৪০ শতাংশ হতে কে কত অংশ জমি পাবে তা কুরআন ও হাদীছ অনুযায়ী জানালে উপকৃত হবো।

উত্তর : ইসলামী শরীয়ার উত্তরাধিকার বণ্টন নীতিমালা অনুসারে প্রশ্নোল্লিখিত ৪০ শতাংশ সম্পদ উত্তরাধিকারীদের মাঝে নিম্ন পদ্ধতিতে বণ্টিত হবে। স্বামী ১০% প্রত্যেক ছেলে পৃথক পৃথকভাবে ৮.৫৭% এবং কন্যা ৪.২৮% (আন-নিসা, ১১-১২)। উল্লেখ্য যে, মৃত কন্যা বা মৃত কন্যার কন্যারা কোনো সম্পদ পাবে না। কেননা ইসলামের মূলনীতি হচ্ছে- ব্যক্তির মৃত্যুর পূর্বে তার কোনো উত্তরাধিকারী মারা গেলে সে উত্তরাধিকারী হবে না। অর্থাৎ ব্যক্তির মৃত্যুর সময় উত্তরাধিকারী ব্যক্তির জীবিত থাকা আবশ্যক। নচেৎ উত্তরাধিকারী হবে না। ‍

-হাফিজুর রাহমান

রাজপাড়া, রাজশাহী।



Magazine