কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): ফেরেশতাগণ সাধারণত কোথায় অবস্থান করেন?

উত্তর: ফেরেশতাগণ সাধারণত আসমানে অবস্থান করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর আসমানসমূহে বহু ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর; যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট’ (আন-নাজম, ৫৩/২৬)। আল্লাহ তাআলা আরো বলেন, ‘বলুন, ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হয়ে যমীনে বিচরণ করত তবে আমরা আসমান থেকে তাদের কাছে অবশ্যই ফেরেশতা রাসূল করে পাঠাতাম’ (আল-ইসরা, ১৭/৯৫)। তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন কাজে যমীনে এসে থাকেন।

প্রশ্নকারী : রুবেল ইসলাম 

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine