কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : Youtube -এর মত App বানালে কি গুনাহ হবে? কারণ এখানে ভালো খারাপ দুটোই থাকে। এর জন্য কি আমি দায়বদ্ধ থাকব?

উত্তর : যে সফটওয়্যারের মধ্যে ভালো-মন্দ দুটো দিকই আছে, হুবহু তার মতোই অন্য সফটওয়্যার বানানো উচিত নয়। কারণ তাতে ভালোর সাথে সাথে মন্দেরও প্রচার হয়। তবে এমন অ্যাপ দিয়ে যদি প্রচলিত সফটওয়্যারের মন্দ দিকগুলো কমানোর ব্যবস্থা করা যায়, অথবা কোনো সফটওয়্যারের ইনকাম অমুসলিমদের হাতে চলে যাওয়া রোধ করা যায়, তাহলে মুসলিম উম্মাহর স্বার্থে এমন সফটওয়্যার বা অ্যাপ বানানো যেতে পারে এবং ইহা সৎকর্মে সহযোগিতার শামিল হবে। মহান আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মুবাশ্বিরা বুশরা

পার্বতীপুর, দিনাজপুর।


Magazine