কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): কুরআন মাজীদের উপরে বই বা অন্য কোনো জিনিস রাখা জায়েয হবে কি?

উত্তর: কুরআন হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব। মহান আল্লাহ বলেন, ‘বরং এটা সম্মানিত কুরআন। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ’ (আল-বুরূজ, ৮৫/২১-২২)। অতএব প্রত্যেক মুসলিমের উচিত কুরআনের অবমাননা, অসম্মান কিংবা মর্যাদাহানি না হয় সে দিকে খেয়াল রাখা। সুতরাং কুরআনের ওপর কোনো কিতাব রাখা যাবে না।  

প্রশ্নকারী : জাহিদ হাসান

সিরাজগঞ্জ।

Magazine