কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : পাঁচ ওয়াক্ত ছালাতের সঠিক সময় ঘড়ি ছাড়া কীভাবে বুঝব?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ঘড়ি ছাড়া পাঁচ ওয়াক্ত ছালাতের সময় যে ভাবে নির্ধারণ করা হতো, সেভাবেই নির্ধারন করতে হবে। সেটি হলো, সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে পড়লে যোহরের ওয়াক্ত শুরু হবে, কোন বস্তুর ছাড়া তার সমান হলে আসরের ওয়াক্ত শুরু হবে। সূর্য ডুবে গেলে মাগরিবের ওয়াক্ত শুরু হবে, পশ্চিমাকাশের লাল আভা চলে গেলে এশার ওয়াক্ত শুরু হবে আর ভোরে সাদা রেখা আড়া আড়ি ভাবে দেখা গেলে ফজরের ওয়াক্ত শুরু হবে (ছহীহ বুখারী, হা/৫৫০, ছহীহ মুসলিম, হা/৬১২)।

প্রশ্নকারী : সুরাজ

মুর্শিদাবাদ।


Magazine