কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : রঙ্গিন জায়নামাযে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : রঙ্গিন জায়নামাযে যদি ছালাতের মনোযোগ নষ্ট হয়, তাহলে এমন জায়নামাযে ছালাত আদায় করা যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে ছালাত আদায় করলেন। আর ছালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। ছালাত শেষে তিনি বললেন, ‘এ চাদরখানা আবূ জাহমের নিকট নিয়ে যাও, আর তার কাছ হতে আমবিজানিয়্যাহ (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে আস। এটা তো আমাকে ছালাত হতে অমনোযোগী করে দিচ্ছিল’ (ছহীহুল বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬)।

প্রশ্নকারী: আজমাল হোসেন

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine