কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): মহিলাদের ফরয ছালাতে ইক্বামত দেওয়া কি জরুরী?

উত্তর: মহিলাদের ইক্বামত দিয়ে ছালাত পড়াই সুন্নাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি আযান ও ইক্বামত দিয়ে মহিলাদের ইমামতি করাতেন। তিনি তাদের মাঝখানে দাঁড়াতেন (সুনানে কুবরা, বায়হাক্বী, হা/১৯৪৩)।

প্রশ্নকারী : ফিরোজ কবীর

তংকাশিবপুর, মহাদেবপুর, নওগাঁ।


Magazine