কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): কোনো পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে আর সেটা যদি নিসাব পরিমাণ হয়, তবে পিতার সম্পদেরসাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে কি?

উত্তর: এ অবস্থায় উক্ত সম্পদ পিতার সম্পদ বলে গণ্য হবে এবং নিসাব পরিমাণ হয়ে এক বছর অতিক্রান্ত হলে, তাতে যাকাত দিতে হবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি তোমার নিকট এক বছরের জন্য দুইশত দিরহাম থাকে, তবে বছরান্তে এর জন্য পাঁচ দিরহাম (শতকরা আড়াই টাকা) যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : মাহবুবুর রহমান 

লাকসাম, কুমিল্লা।


Magazine