কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : অমুসলিম মেয়েকে বিবাহ করলে তার অভিভাবকের অনুমতি লাগবে কি?

উত্তর : অমুসলিম থাকাবস্থায় কোনো মেয়েকে কোনো মুসলিম ছেলে বিবাহ করতে পারবে না (আল-বাক্বারা, ২/২২১)। তবে ইসলাম গ্রহণের পর বিবাহ করলে অমুসলিম পিতা মুসলিম মেয়ের অলী বা অভিভাবক হতে পারে না (আল-মুগনী, ৯/৩৭৭)। দ্বীন ভিন্ন হলে অভিভাবকত্ব বাতিল হয়ে যায়। তাই ইসলাম গ্রহণকারী কোনো মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে তার পিতার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বরং মুসলিম শাসক কিংবা গভর্নর বা সামাজিক কোনো দায়িত্বশীল হবেন তার অভিভাবক। মা আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার কোনো অভিভাবক নেই, তার অভিভাবক হলেন দেশের শাসক’ (আবূ দাঊদ, হা/২০৮৩; তিরমিযী, হা/১১০২; মিশকাত, হা/৩১৩১)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine