কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : আমি একজন ফুল বিক্রেতা। এখন আমি ১৪ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর যদি ফুল বিক্রি করি, তাহলে কি আমার রূযী হালাল হবে?

উত্তর : নির্ধারিত দিনে ফুলের মাধ্যমে যা কিছু করা হয় তা শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং নির্ধারিত দিনে ফুল বিক্রয় করলে শিরকের কাজে সহযোগিতা করা হবে। আর আল্লাহ পাপ কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেছেন, ‘আর তোমরা সৎকর্ম ও আল্লাহভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো। পাপকর্ম ও আল্লাহদ্রোহিতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তাই নির্ধারিত দিনে ফুল বিক্রি করা যাবে না। আর এমন উপায়ে উপার্জিত রূযী হালাল হবে না।

প্রশ্নকারী : মো. আশরাফুল ইসলাম

শ্রীপুর, মাগুরা।

Magazine