কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : মিসওয়াক দাঁড়িয়ে করব, না-কি বসে করব?

উত্তর : দাঁড়িয়ে কিংবা বসে মিসওয়াক করার ব্যাপারে নির্দিষ্ট কোনো বিধান নেই। সুতরাং উভয় অবস্থায় মিসওয়াক করার বৈধতা রয়েছে। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে (ছালাতের জন্য) উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন (ছহীহ বুখারী, হা/২৫৫; ইবনু মাজাহ, হা/২৮৬; আবূ দাঊদ, হা/৫৫)। আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করা হয় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৃহে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম কোন কাজটি করতেন? তিনি বললেন, তাঁর প্রথম কাজ ছিল মিসওয়াক করা (আবূ দাঊদ, হা/৫১; মুসলিম, হা/২৫২; নাসঈ, হা/৮; ইবনু মাজাহ, হা/২৯)। হাদীছদ্বয়ে মিসওয়াক করার কথা বলা হয়েছে তবে কোনো পদ্ধতির কথা বলা হয়নি। অতএব মিসওয়াককারী তার সুবিধাজনক অবস্থায় মিসওয়াক করবে।

প্রশ্নকারী : ইমরান হুসাইন

 ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine