কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : ফেসবুক অথবা ইউটিউব থেকে এডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যাবে কি-না? অনেকসময় অনলাইনে ব্রাউস করার সময় অনিচ্ছা সত্ত্বেও অশ্লীল ছবি চোখে পড়ে এক্ষণে করণীয় কী?

উত্তর : এডসেন্স হলো গুগল কর্তৃক পরিচালিত একটি সিস্টেম। যেখানে একজন ব্যক্তি বিভিন্ন রকম ছবিযুক্ত বিজ্ঞাপন আপলোড করে থাকে। এরপর যত মানুষ তা দেখে থাকে সে অনুযায়ী তার একাউন্টে ডলার যুক্ত হয়। এক্ষেত্রে একজন ব্যক্তি যদিও শরীয়া সম্মত বিজ্ঞাপন আপলোড করতে চাই তবুও তার সামনে বিভিন্ন রকম খারাপ ছবি চলে আসে বিধায় তার কর্তব্য হবে এমন কাজ করা হতে বিরত থাকা। কারণ এর মাধ্যমে তার চোখের যেনা হয়ে থাকে। রাসূলের বাণী, ‘চোখ যেনা করে থাকে আর তার যেনা হলো দৃষ্টি দেওয়া, মুখ যেনা করে থাকে আর তার যেনা হলো কথা বলা, হাত যেনা করে থাকে আর তার যেনা হলো স্পর্শ করা, পা যেনা করে থাকে আর তার যেনা হলো চলা এবং লজ্জাস্থান তা সত্যায়ন করে বা মিথ্যায় পরিণত করে’ (ছহীহ বুখারী, হা/৬২৪৩; মিশকাত, হা/৮৬)। অনুরূপভাবে আল্লাহ সৎ আমল করার জন্য বলেছেন। আল্লাহর বাণী, ‘হে রাসূলগণ ! তোমরা পবিত্র জিনিস হতে খাও এবং সৎ আমল কর’ (আল-মুমিনূন, ২৩/৫১)।

প্রশ্নকারী : মো. আবু জোহা

খিলক্ষেত, ঢাকা।


Magazine