কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): আত্মীয় স্বজনদের যে টাকা ধার দিয়েছি তার উপর কি যাকাত দিতে হবে?

উত্তর: পাওনা টাকা ফেরত পাওয়ার আশা থাকলে এবং তাতে একবছর পূর্ণ হলে প্রতিবছর তাতে যাকাত আদায় করতে হবে। কিন্ত তা যদি ফেরত পাওয়ার আশা না থাকে অথবা ঋণগ্রহীতা টালবাহানা করে, তাহলে টাকা ফেরত পাওয়ার পর পূর্ববর্তী বছরগুলোর একসাথে যাকাত আদায় করতে হবে। মুহাম্মাদ বিন উবায়দা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আলী রাযিয়াল্লাহু আনহু-কে প্রশ্ন করা হলো। পাওনা টাকার উপর যাকাত দিতে হবে কি? তিনি উত্তর দেন, হ্যাঁ, পাওনা যদি বিশ্বস্ত ব্যক্তির কাছে হয় তাহলে যাকাত দিবে। আর পাওনা যদি উধাও হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে যাকাত দিবে না। তবে যদি এই পাওনা উসুল করে, তাহলে বিগত সময়েরও যাকাত দিবে (মুছান্নাফ ইবনে আবী শায়বা, হা/১০৫৪২)।

প্রশ্নকারী : নাজমুল হক

ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine