কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): সোনালী লাইফ ইন্সুরেন্স ব্যাংকে বীমা করা কি জায়েয হবে?

উত্তর: বীমা হলো ভবিষ্যতের যে সকল সম্ভাব্য বিপদ-আপদ ও দুর্ঘটনার মানুষ সম্মুখীন হয় তার মধ্যে কোনো নির্দিষ্ট ধরনের দুর্ঘটনার আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে কোনো ব্যক্তি অথবা কোম্পানির পক্ষ থেকে জামানত নেওয়া। ইন্সুরেন্স শরীআত সম্মত নয় কয়েকটি কারণে- ক. এর মাঝে সূদ রয়েছে অর্থাৎ টাকা জমিয়ে কোম্পানির পক্ষ থেকে অধিক টাকা দেওয়া হয়, যা ইসলামে হারাম (আল-বাকারা, ২/২৭৫)। খ. বীমা জুয়ার সাথে সম্পৃক্ত অর্থাৎ এতে হয় ইন্স্যুরেন্স কোম্পানি লাভবান হয় অথবা জমাকারী লাভবান হয় আর জুয়া ইসলামে নিষিদ্ধ (আল-মায়েদা, ৫/৯০)। গ. বীমা এক অনিশ্চিত বিষয়ের উপর চুক্তি করা। কারণ বিপদ-আপদ ও দুর্ঘটনা ঘটবে কি-না সে ব্যাপারে কারো জানা নেই। এরকম অনিশ্চিত বিষয়ের উপর চুক্তি করা স্পষ্ট ধোঁকাবাজি, যা ইসলামে হারাম (ছহীহ মুসলিম, হা/১০১)। এছাড়াও এটি ইসলামী আক্বীদা বিরোধী। কেননা এতে বীমা কোম্পানির উপর ভরসা করা হয়।

প্রশ্নকারী : মো. এনামুল কবীর

চামুর খান আমতলা, ঢাকা।


Magazine