কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : কারো জন্মদিনে ‘শুভ জন্মদিন’ বলে শুভেচ্ছা জানালে কি তা শিরক হবে?

উত্তর : কারো জন্মদিনে ‘শুভ জন্মদিন’ বলা যাবে না। কেননা যত দিন, দিবস ও বার্ষিক আছে যার নযির ইসলামে নাই তার সবই বিজাতীয় অপসংস্কৃতি, যা মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে। আর মুসলিমরা নিজেদের অজান্তেই তা নিজেদের সভ্যতা ও সংস্কৃতি হিসেবে লালন-পালন করে থাকে। আর ‘শুভ জন্মদিন’ শব্দগুচ্ছ হলো ইংরেজি ‘হ্যাপি বার্থ-ডে টু ইউ’-এর ভাবানুরূপ, যা ইউরোপ-আমেরিকার ইয়াহূদী-খ্রিস্টানদের থেকে মুসলিমদের মাঝে ঢুকে পড়েছে। মুসলিমদের জন্য এ বাক্য ব্যবহার করা বৈধ নয়। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই দলভূক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১; মুসনাদে আহমাদ, হা/৫১১৪; মিশকাত, হা/৪৩৪৭; )।

প্রশ্নকারী : আসিফ খান কসবা

আড়াইবারি, ব্রাহ্মণবাড়িয়া।


Magazine