কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): বাবা মারা গেছে। বাবার পরকালের কল্যাণের জন্য কী কী দু‘আ ও কাজ করতে পারি, যা দ্বারা বাবার উপকার হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: মৃত বাবা-মার জন্য সন্তানের করণীয়- ১. তাদের জন্য দু‘আ করা। বিশেষ করে এ দু‘আ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (বনী ইসরাঈল, ১৭/২৪)। ২. বাবা-মার জন্য দান-ছাদাকা করা (ছহীহ মুসলিম, হা/১৬৩০)। ৩. তাদের কোনো মানতের বা কাযা ছিয়াম থাকলে তা পালন করা (ছহীহ বুখারী, হা/১৯৫২)। ৪. তাদের পক্ষ থেকে হজ্জ ও উমরা করা (নাসাঈ, হা/২৬৩৭)। ৫. মাঝে মাঝে তাদের করব যিয়ারত করা ও সেখানে দু‘আ করা (ছহীহ মুসলিম, হা/৯৭৭)। ৬. তাদের ঋণ পরিশোধ করা ও অছিয়ত করে গেলে তা পূরণ করা (ইবনু মাজাহ, হা/২৪১৩)। ৭. তাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা (ছহীহ মুসলিম, হা/২৫৫২)।

প্রশ্নকারী : ফিরোজ কবীর

নওগাঁ সদর।


Magazine