উত্তর: আয়নার সামনে ছালাত আদায়ের নিষিদ্ধতার বিষয়ে শরীআতে কোনো কিছু পাওয়া যায় না। তাছাড়া এটা ছালাত বাতিলকারী বিষয়গুলোরও অন্তর্ভূক্ত নয়। তাই আয়নার সামনে দাঁড়িয়ে করলে ছালাত হয়ে যাবে। যদিও তাতে নিজের ছবি দেখা যায়। তবে নিজের ছবির দিকে দৃষ্টি পড়লে যেহেতু কিছুটা হলেও একাগ্রতা বিনষ্ট হয়, তাই ছালাতের সময় কাপড় কিংবা কোনো কিছু দিয়ে আয়না ঢেকে রাখা ভালো। কারণ রাসূল স. কারুকাজ করা পর্দা ছালাতের জায়গার সামনে থেকে সরিয়ে ফেলার আদেশ করেছেন (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।