কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : সিজদারত অবস্থায় দুই পায়ের পাতা বা টাখনু মিলিয়ে রাখতে হবে নাকি পৃথক রাখতে হবে?

উত্তর : ছালাতে সিজদারত অবস্থায় দুই পায়ের পাতা মিলিত থাকবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مَعِي عَلَى فِرَاشِي، ‌فَوَجَدْتُهُ ‌سَاجِدًا ‌رَاصًّا ‌عَقِبَيْهِ مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ الْقِبْلَةَ অর্থাৎ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার বিছানাতে ছিলেন। কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। (অন্ধকারে খুঁজতে গিয়ে) আমি সিজদারত অবস্থায় পেলাম, তখন তার দুই গোড়ালি মিলিত অবস্থায় ছিল, আর আঙ্গুলগুলো ক্বিবলার দিকে মুখ করা ছিল।...’ (ছহীহ ইবনু খুযায়মা, হা/৬৫৪; ছহীহ ইবনু হিব্বান, হা/৬৬১৪; সুনানে কুবরা, বায়হাক্বী, হা/২৭৬০)। ইমাম বায়হাক্বী রহিমাহুল্লাহ এই হাদীছের পূর্বে অধ্যায় রচনা করেছেন, ‌‌بابُ ما جاءَ في ضَمِّ العَقِبَينِ في السُّجودِ ‘সিজদায় দুই গোড়ালি মিলিয়ে রাখা সম্পর্কে’।

প্রশ্নকারী : আব্দুল্লাহ শেখ

শেখপাড়া, কুষ্টিয়া।

Magazine