উত্তর : সূদের টাকা ভক্ষণ করলে পাপ হবে। কিন্তু কাউকে তা দিয়ে দিলে নেকী বা পাপ কিছুই হবে না। কারণ সূদের টাকা কোনো ব্যক্তির নিজের বৈধ সম্পদ নয়। বরং সূদ আদান-প্রদান করা সুস্পষ্ট হারাম (সূরা আল-বাক্বারা, ২/২৭৫)। তাই নেকীর উদ্দেশ্য ছাড়া মাদরাসা কিংবা জনকল্যাণমূলক কাজে দিয়ে দিতে হবে। তবে মসজিদে না দেওয়াই উচিত।
প্রশ্নকারী : আহসানুল্লাহ বিন আজাদ
মহাদেবপুর, নওগাঁ।